অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চাকরির সংকট থেকে শুরু করে বিনিয়োগ ও উৎপাদনÑসব ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর এফিশিয়েন্ট না হলে বাংলাদেশে কর্মসংস্থান হবে না। প্রধান উপদেষ্টা এই বিষয়টি নিয়ে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। কেননা, বন্দরের অদক্ষতার কারণে প্রতিদিন ব্যবসায়ীদের হাজার হাজার ডলারের ক্ষতি হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো এই সংস্কার প্রক্রিয়াকে যথেষ্ট সমর্থন দিচ্ছেন না।

গতকাল সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা ২০২৫ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এটি আয়োজন করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিছুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এসডিজির মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অর্থ বিভাগের সচিব ড. মো.খায়রুজ্জামান মজুমদার, এনবিআর-এর চেয়ারম্যান মো. আব্দুর রহসান খান এবং পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার।