বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য, বৃহত্তর ফরিদপুর ও নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা রফি উদ্দিন আহমাদ বার্ধক্যের কারণে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল সাড়ে ৯টায় ৮২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার বাদ আসর জামায়াতের কেন্দ্রীয় অফিস সংলগ্ন চাঁন জামে মসজিদে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবু নাসের মোঃ আব্দুজ্জাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব ও অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানি, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. হেলাল উদ্দিন, নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আফম আবদুস সাত্তার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, মরহুমের এক পুত্র, এক মেয়ের জামাই প্রমুখ।
গতকাল সোমবার সকাল ৯টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোকবাণী: মাওলানা রফি উদ্দিন আহমাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার যুক্ত শোকবাণী দিয়েছেন।
যুক্ত শোকবাণীতে তারা বলেন, মাওলানা রফি উদ্দিন আহমাদ একজন উঁচু মানের সংগঠক ছিলেন। তিনি তার সাংগঠনিক দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বৃহত্তর নোয়াখালী ও ফরিদপুর অঞ্চলে ইসলামী আন্দোলনের একটি মজবুত ভিত্তি তৈরি করতে সক্ষম হন। মূলত তিনি কিশোর বয়স থেকেই কুরআন ও ইসলামী আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংগঠনের কঠিন সময়গুলোতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য হিসেবে তিনি তার জীবনের বিপুল অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে অনন্যভাবে সহযোগিতা করেন। আমরা তার ইন্তিকালে গভীরভাবে শোক প্রকাশ করছি।
প্রদত্ত শোকবাণীতে তারা আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। এই দাঈ ইলাল্লাহর জীবনের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। চিরদিনের যে সফর শুরু হল, এ সফরে আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তার বারযাখ ও জান্নাতের জিন্দেগি প্রশান্তিময় করুন। তার এই গোলামকে প্রিয় গোলামদের মধ্যে শামিল করে জান্নাতের আলা দারাজা দান করুন। মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও সহকর্মীদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমিন।
মাওলানা রফি উদ্দিনের দাফন সম্পন্ন
নোয়াখালী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরহুম মাওলানা রফিউদ্দিন আহমদের দ্বিতীয় নামাযে জানাযা অনুষ্ঠিত হয় গতকাল সোমবার সকাল দশটায়। এরপর মরহুমকে কবরস্থ করা হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার নিজ গ্রামে বামনির পারিবারিক কবরস্থানে।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা থেকে নেতৃবৃন্দ জানাযায় হাজির হন। জানাযায় ইমামতি করেন মরহুমের বড় জামাতা সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েব আমীর মাওলানা নিজামুদ্দিন ফারুক।
জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানগরীর আমীর কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভুঁইয়া, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাওলানা আলাউদ্দিন, মাস্টার সামছুদ্দীন, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য, জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, লক্ষীপুর জেলা সেক্রেটারি মাওলানা এ আর হাফিজ উল্লাহ, কোম্পানিগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, মরহুমের পুত্র ওয়াছি উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুরহাট পৌর আমীর মাওলানা মোশাররফ হোসেন।
জানাযা শেষে বামনি গ্রামে কবরস্থ করার পর মরহুম মাওলানা রফিউদ্দিন আহমদের জন্য দোয়া পরিচালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।