গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে গত ২৩ মার্চ রাতে নির্মমভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন।

গতকাল সোমবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, হামাসের নিযুক্ত গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে গত ২৩ মার্চ রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলীরা নির্মমভাবে হামলা চালিয়ে হত্যা করার নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গত ১৮ মার্চ গাজায় নিযুক্ত হামাসের প্রধানমন্ত্রী ইশাম দা লিসকে হত্যা করার এক সপ্তাহ যেতে না যেতেই গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হাসপাতালে হামলা চালিয়ে ইসরাইলী দস্যু বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। এ নৃশংস ঘটনার মধ্য দিয়ে ইসরাইলীদের মানবতাবিরোধী গণহত্যাকারী চরিত্রই বিশ^বাসীর নিকট অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমের হত্যার ঘটনার দ্বারা বিশ^বাসীর নিকট অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে, ইসরাইলী দস্যুবাহিনী আন্তর্জাতিক আইনকানুনের কোনো তোয়াক্কা করে না। তারা ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা চালিয়ে নিশ্চিহ্ন করার ব্যাপারে বদ্ধপরিকর। ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য ইসরাইলীদের গণহত্যার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে আমি জাতিসংঘ এবং ওআইসিসহ শান্তিকামী বিশ্ব ও মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমের শাহাদাত কবুল করে তাকে জান্নাতের অতি উচ্চ মার্যদা দান করার জন্য আমি আল্লাহর নিকট দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং হামাস নেতৃবৃন্দ ও ফিলিস্তিনী জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।