বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে রাষ্ট্র। এর প্রথম দিন গতকাল বুধবার ছিল সাধারণ ছুটিও। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে প্রথম দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সরকারি ছুটির অংশ হিসেবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখা হয়। বন্ধ রাখা হয় ঢাকার বিপণিবিতানও। তবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাসসহ অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম এই ছুটির আওতাবহির্ভূত থাকে। ছুটির আওতাবহির্ভূত থাকে টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবাসহ এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা। হাসপাতাল ও জরুরি সেবা। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা। ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতার বাইরে রাখা হয়।