সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ জানাযার জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে যে পথ দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে, সেদিকে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার ওই পথের দিক নির্দেশনা দিয়ে ডিএমপি বিজ্ঞপ্তিতে দিয়েছে।
তাতে বলা হয়, মরহুমার পবিত্র লাশ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। জনসাধারণের সহযোগিতা কামনা করা হল। যে পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসবে লাশ : ডিএমপি বলছে, এভারকেয়ার হাসপাতাল থেকে লাশবাহী গাড়ি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে দিয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর হয়ে যাবে গুলশানে তার বাসভবন ফিরোজায়। এরপর গুলশান ২ হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ দিয়ে এয়ারপোর্ট সড়কে যাবে লাশবাহী গাড়ি। তারপর মহাখালী ফ্লাইওভার দিয়ে জাহাঙ্গীর গেইটের সমানে দিয়ে বিজয় সরণির
উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেইট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে গাড়ি।
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।
আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ধারা ২৮ ও ২৯ অনুযায়ী মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে ডিএমপি।
নির্দেশনায় বলা হয়েছে, শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকা- থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।