৩০ কার্যদিবসের মধ্যে শরিফ ওসমান হাদীর খুনিদের বিচার শেষ করতে ব্যর্থ হলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গতকাল শুক্রবার বিকেলে শাহবাগে জাবের বলেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার। আমাদের কোনো লুকোচুরি নাই। ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদীর খুনি এবং এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে গ্রেফতার বা তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই।
জাবের বলেন, ‘আগামী ৭ জানুয়ারির মধ্যে, যারা খুন করেছে শুধু তারা না, এই খুনের পেছনে যারা রয়েছে, প্রত্যেককে আইডেন্টিফাই করে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে, যেই চার্জশিট বা যারা এই খুনের পেছনে রয়েছে, তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, তাহলে আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই।
জাবের বলেন, ‘আজকে ওসমান হাদীকে গুলী করার ২১তম দিন এবং তার শাহাদাতের ১৫তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো সংবাদ শুনতে পাই নাই, যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদেরকে এইটুকুও জানাতে সক্ষম হয়নি যে, আসলে খুনিটা কই আছে ? এবং এর পেছনে কারা কারা রয়েছে ? তিনি বলেন, ‘নির্বাচন তো হবে এবং হইতে হবে। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়েছে ? কারা এই সরকারকে দুর্বল করছে ? ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের একটা সরকার হওয়া প্রয়োজন সেটা কারা উপলব্ধি করতে পারছে না?’
আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লীর সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের তিন পাশে ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলব না ? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব ? না, দেব না। আমাদের এই লড়াইটা কেবল শুরু।
ওসমান হাদীর আত্মত্যাগের কথা স্মরণ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ওসমান হাদী আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কথা একটাই, বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করব, ইনশাআল্লাহ।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘বইলা গেছে হাদী ভাই, আমার খুনের বিচার চাই’, ‘বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’Ñসহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশের রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিলের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে দেওয়া এক ব্যানারে বলা হয়- ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বাদ জুমা। এর আগে, বৃহস্পতিবার ফেসবুক পেজের এক পোস্টে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী গতকাল শুক্রবার বাদ জুমা দোয়া-মোনাজাত ও আধিপত্যবাদবিরোধী খুতবা প্রদানের আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।