ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে হত্যা করে কমপক্ষে ১৪শ’ শিক্ষার্থী-জনতা। শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের দিনগুলোকে উপজীব্য করে আন্দোলন, গণহত্যার পোস্টার ও আলোকচিত্র এবং গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে থেকে যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়। তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন এবং সেই স্মৃতিময় দিনগুলো স্মরণ করেন। এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।