থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়নে নীতিমালা জারি করেছে পুলিশ সদর দফতর। গত ৩ জুলাই এ নীতিমালাটি জারি করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। নীতিমালা অনুযায়ী থানার ওসি পদায়নে পুলিশের সব রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারসহ ইউনিট প্রধানদের লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী ফিটলিস্টভুক্ত কর্মকর্তাকে নিজ ও স্পাউজ এর জেলা ব্যতীত অন্য জেলায় অফিসার ইনচার্জ পদে পদায়ন করা হবে। ৫৪ বছরের ঊর্ধ্বে কোনো ইন্সপেক্টর (নিরস্ত্র) এখন থেকে আর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পাবেন না। এছাড়া আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনজনিত কারণে কোনো ইন্সপেক্টর (নিরস্ত্র) সমগ্র চাকরিজীবনে ১টি গুরুদত্তপ্রাপ্ত হলে তিনি অফিসার ইনচার্জ হিসেবে পদায়নের অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া ওসি হিসেবে সর্বোচ্চ ৪টি থানা বা ৬ (ছয়) বছর দায়িত্ব পালন করলে (যেটি আগে ঘটে) পরবর্তীতে তিনি আর থানার ওসি হিসেবে পদায়নের জন্য বিবেচিত হবেন না।
নীতিমালা অনুযায়ী, ওসি হিসেবে পদায়নের ক্ষেত্রে এইচএসসি/সমমান বা তদুর্ধ্ব পরীক্ষায় উত্তীর্ণ ইন্সপেক্টর (নিরস্ত্র)রে অগ্রাধিকার দেওয়া হবে। ওসি হিসেবে ফিটলিস্টভূক্তির জন্য ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ন্যুনতম ৩ বছর চাকরি সম্পন্ন করতে হবে। এই ফিটলিস্ট প্রণয়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিষয়ে পিএএল-এর অনুসৃত নীতিমালা অনুসরণ করা হবে। ফিটলিস্টভূক্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ক্রমানুসারে ওসি হিসেবে পদায়ন করা হবে। ফিটলিস্টভূক্ত কর্মকর্তাকে নিজ ও স্পাউজের জেলা ব্যতীত অন্য জেলায় ওসি হিসেবে পদায়ন করা হবে।
নীতিমালা অনুযায়ী, ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ২ (দুই) যা ততোধিক দণ্ড এবং সমগ্র চাকরিকালে ৩ (তিন) বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি হিসেবে পদায়নের অযোগ্য হবে। এছাড়া কোনো থানায় ওসি পদায়নের পূর্বের ১
বছরের মধ্যে লঘুদণ্ড কিংবা দুই বছরের মধ্যে গুরুদণ্ডপ্রাপ্ত হলে তাকেও থানায় পদায়ন করা যাবে না। থানায় ফিটলিস্টভূক্ত একাধিক ইন্সপেক্টর (নিরস্ত্র) থাকলে জ্যেষ্ঠতম ইন্সপেক্টর (নিরস্ত্র) প্রযোজ্য শর্তাবলি পূরণ করলে তাকে থানার ওসি হিসেবে পদায়ন করা হবে। এছাড়া ইন্সপেক্টর (তদন্ত/অপারেশনস্) পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে ধারাবাহিকভাবে একই থানার ওসি হিসেবে পদায়ন করা যাবে না। তবে অন্য কোনো থানা বা ইউনিটে ন্যুনতম ৬ (ছয়) মাস চাকরি করার পর তাকে পদায়ন করা যাবে। কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন করা যাবে না।
নীতিমালা অনুযায়ী অফিসার ইনচার্জ হিসেবে দুই বছর চাকরি করার পর অন্যত্র বদলি করা যাবে। এক্ষেত্রে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৩ (তিন) বছর চাকরি করার সুযোগ থাকবে। এছাড়া কোনো থানার ওসিকে ১৮ মাসের পূর্বে অন্যত্র বদলির প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারগণ নিজ অধিক্ষেত্রের মধ্যে অন্যত্র বদলি, প্রত্যাহার এবং সংযুক্ত করতে পারবেন। এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্সের পূর্বানুমতির প্রয়োজন হবে না। একটি থানার কর্মকাল গণনায় ন্যুনতম ছয় মাস ধারাবাহিকভাবে চাকরি করতে হবে। তবে কোনো অভিযোগ বা বিচ্যুতির প্রমাণকসহ প্রতিবেনের ভিত্তিতে মাসের পূর্বে প্রত্যাহার হলে উক্ত থানা গণনার জন্য বিবেচিত হবে। পূর্বের কর্মস্থল, জেলা পুলিশ বা ইউনিটে ওসি হিসেবে পদায়ন বা বদলি করা যাবে না।
থানার ওসি পদে পদায়নে ফিস্টলিস্টভূক্ত হওয়ার পর পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (পিএসএমসি)’ সম্পন্ন করাতে হবে। কোনো কর্মকর্তাকে থানার ওসি হিসেবে পদায়নের ক্ষেত্রে তার প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করা হবে। থানার ওসি পদে পদায়নের জন্য পিইটিতে উত্তীর্ণ হওয়ার শর্ত প্রয়োজন নেই। তবে ফিটলিস্টভূক্ত করার ক্ষেত্রে কর্মকর্তারে শারীরিক সক্ষমতার প্রতি লক্ষ্য রাখতে হবে। থানার ওসি পদে পদায়নের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের এসিআর-এ গড়ে ন্যুনতম ৮০ নম্বর থাকতে হবে। তবে বিগত তিন বছরের এসিআর-এ কোনো ‘বিরূপ মন্তব্য’ থাকলে ওসি হিসেবে পদায়নের অযোগ্য বিবেচিত হবে।