গত শনিবার সন্ধ্যা ৭.৩০টায় রমনা আইডিয়াল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা মহানগরী উত্তর, হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের উদ্যোগে ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা অঞ্চলের (ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ) পরিচালক জনাব মিজানুল হক।
বিশেষ অতিথির ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের অর্থ সম্পাদক ও বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি জনাব মাহবুব আলম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব আব্দুল ওয়াদুদ সরদার ও ঢাকা মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক, হাতিরঝিল জোন পরিচালক জনাব ডাঃ সুলতান মাহমুদ।
উপস্থিত ইউনিট সভাপতির মধ্য থেকে বক্তব্য রাখেন রিক্সা চালক জনাব আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে জাব মিজানুল হক বলেন, দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আখেরাতের অনন্ত জীবন শুরু।
এই জীবনে আমরা যত পরিশ্রম করিনা কেন, আখেরাতে মুক্তির জন্য আমাদেরকে কুরআনের বিধান নিজেদের জীবন, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে ব্যাপকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছানোর আহবান জানান।
বিশেষ অতিথি মাহবুব বলেন, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সংগঠনকে আরো মজবুত ও সম্প্রসারণ করতে হবে। তিনি দায়িত্বশীল ভাইদেরকে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান প্রেক্ষাপটে যথাযথ ভূমিকা পালনের প্রতি জোর তাগিদ দেন।
রিক্সা চালক আব্দুল কাদের বলেন, আগামী নির্বাচনে দাড়ি পাল্লা মার্কার বিজয়ের জন্য আমাদের পরিবার পরিজনদেরকেও কাজে লাগাতে হবে।
রিক্সা ট্রেডের হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের সহ-পরিচালক জনাব কবির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র অঞ্চলের পরিচালক, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব মঞ্জুরুল আলম।
সবশেষে সভাপতির বক্তব্যে মঞ্জুর রিক্সা শ্রমিকদের প্রশ্ন করেন, আপনারা কি “পিআর পদ্ধতি” বুঝেন? উপস্থিত সকলে হাত তুলে সমস্বরে ‘হ্যাঁ বুঝি”বলে জবাব দেন।
তখন তিনি বলেন, যারা বুঝে না তাদেরকে বুঝানোর দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে এবং তত্বাবধায়ক আদায় করার মতো পিআর পদ্ধতিও আদায় করতে হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তিলাওয়াত করেন ওয়ার্ড সভাপতি হাফেজ রেজাউল করিম ও ইসলামী সংগীত পরিবেশন করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবর আলি মোল্লা। প্রেস বিজ্ঞপ্তি।