জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।

গতকাল রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পসহ ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা।

সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলোÍ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প; জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি-সেক্টর (২য় সংশোধিত) প্রকল্প Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG) প্রকল্প; ‘চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্প cÖKí Livable and Inclusive Cities for All (LICA) Project ’ প্রকল্প এবং ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের The Project for the Improvement of Equipment for Air Pollution Monitoring প্রকল্প,কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG)-Agricultural System Restoration Component প্রকল্প ও Technical Support to Sustainable and Resilient Investment towards Agriculture Sector Transformation Programme of Bangladesh প্রকল্প।

পানি সম্পদ মন্ত্রণালয়ের Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG) (BWDB)’ প্রকল্প,নৌপরিবহন মন্ত্রণালয়ের Bay Terminal Marine Infrastructure Development Project (BTMIDP)’ প্রকল্প, রেলপথ মন্ত্রণালয়ের ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন’ প্রকল্প ও ‘বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ’ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের Strengthening Social Protection for Improved Resilience, Inclusion and Targeting (SSPIRIT) প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের ‘ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ( সেসিপ) (৪র্থ সংশোধিত)’ প্রকল্প এবং অর্থ মন্ত্রণালয়ের‘ফাইন্যান্সিয়াল সেক্টর সার্পোট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)-এর আওতায় প্রজেক্ট প্রিপারেশন অ্যাডভান্স (পিপিএ)’ প্রকল্প।

এবারের একনেক সভায় অর্ন্তবর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো চচঝ সফটওয়্যারের মাধ্যমে ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া, দুটি প্রকল্প যথাক্রমে (১) নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত) এবং বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (১ম পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত ৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হলো ১. বাংলাদেশ কোস্ট গার্ড-এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিস্থাপক জাহাজ সংগ্রহ (১ম সংশোধিত) প্রকল্প; ২. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মনিবাস নির্মাণ (২য় সংশোধিত) ৩. ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (২য় সংশোধিত); ৪. বাংলাদেশ পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি অ্যান্ড ইফিসিয়েন্স ইমপ্রুভমেন্ট (১ম সংশোধিত) প্রকল্প এবং ৫. লালমনিরহাট টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প।