ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র–জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকেও শাহবাগ মোড়ে একই চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালেও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এ সময় মাইক ব্যবহার করে আজান দেওয়া হয় এবং সেখানেই ফজরের নামাজ আদায় করতে দেখা গেছে।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা–ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান নিয়েছেন তারা। এ সময় হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
তাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা।