বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল রোববার বিকেলে দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার সামছুল আরেফীনের বাসায় গিয়ে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে সামছুল আরেফীনের হার্টে ব্লক ধরা পড়ে এবং তাকে জরুরি ভিত্তিতে একটি রিং পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য আলী আহমাদ, মুজিবুল আলম, আবদুল আলিম ও জহিরুল ইসলাম।