কলেজের সামনে অবৈধ পার্কিং এবং ফার্মগেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ওই এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করলে, বিজয় সরণি থেকে হোটেল সোনারগাঁও মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, প্রথমে কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে ধীরে ধীরে ফার্মগেইট এলাকায় এসে জড়ো হয়। প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে একপাশে অবস্থান নিলে রাজধানীর ব্যস্ত এ সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সিফাতের মৃত্যুর ঘটনায় ডিসি ইবনে মিজান জানান, ‘ট্রাকচাপায় ফার্মগেটের একটি প্রতিষ্ঠানের কর্মচারী সিফাতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

অবরোধকালীন সময়ে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, সিফাত হত্যার বিচার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ। পার্কিং আইন কার্যকর: নো-পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা ও বাস্তবায়ন।

যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা ও যানজট এড়াতে রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত সড়কে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে। সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন।