বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দৈনিক সংগ্রাম ছিল আপসহীন। গত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনের সময় দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদসহ সাংবাদিক কর্মচারীরা মামলা হামলা ও নির্যাতন-হয়রানির শিকার হয়েছে। দৈনিক সংগ্রাম, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক আমার দেশ পত্রিকার ওপর হামলা হয়েছে। সংগ্রাম সম্পাদক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছে, জেল-জুলুম চলেছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা কিংবা সাংবাদিকতার স্বাধীনতা ছিল না আওয়ামী ফ্যাসিবাদী শাসনকালে। তখন জোর করে আমার দেশ পত্রিকা, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়।

গতকাল শনিবার দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার কার্যালয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছাত্রশিবির সভাপতি এই সব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহীসহ নেতৃবৃন্দ, দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক সাদাত হোসাইন, বার্তা সম্পাদক সামছুল আরেফীন, জেনারেল ম্যানেজার আবুল হোসাইন, চীফ রিপোর্টার নাসির উদ্দিন শোয়েব, সার্কুলেশন ম্যানেজার এমদাদুল হকসহ সাংবাদিক, সংবাদকর্মী ও কর্মচারীরা।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকার বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে দৈনিক সংগ্রাম কৌশলে বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিল। দৈনিক সংগ্রাম দেশের মানুষের স্বাধীনতার প্রশ্নে, সাংবাদিকতার স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে এবং দেশপ্রেমের প্রশ্নে আপসহীন থেকে একাকি লড়াই চালিয়ে ছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। দেশি-বিদেশি চাক্রান্তের বিরুদ্ধে দৈনিক সংগ্রাম জনগণকে সব সময় সতর্ক করেছে। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে ‘ইনসাফ ও আজাদির লড়াইয়ে দৈনিক সংগ্রাম সাহসী ভূমিকা রাখবে। আর এ লড়াই হবে বাংলাদেশের মানুষের মুক্তির আসল লড়াই।

তিনি বলেন, ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে দৈনিক সংগ্রাম একাকি লড়াই করেছে। দৈনিক সংগ্রাম জুলাইয়ের সেই অগ্নিঝরা সময়ে কাটিয়েছে নির্ঘুম রাত। সংবাদ প্রকাশের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণকারীদের দৃঢ়চেতা মনোবল বৃদ্ধি করেছে আওয়ামী ফ্যাসিবাদী রক্তচক্ষু উপেক্ষা করে। প্রবল সাহসিকতা, বীরত্ব আর তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের এক উত্তাল ঢেউ এর নাম দৈনিক সংগ্রাম।