জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বিকাল ৪টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন প্রকাশনাগুলো হলোÑক্যালেন্ডার, দেয়ালিকা, কলম, নোটবুক প্রভৃতি। দেশীয়’র সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী আব্দুল আলিম আশিকের কণ্ঠে কুরআন তেলাওয়াত ও দেশীয় সেক্রেটারিয়েট সদস্যদের অংশগ্রহণে দেশীয়র থিম সং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গীতিকার-সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, লেখক ও গবেষক ড. কামরুল হাসান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, কবি শরীফ আবদুল গোফরান, কবি হাসান আলীম, কবি নাসির হেলাল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, চলচ্চিত্র ও নাট্য সংসদের (সিএনএস) ভারপ্রাপ্ত সভাপতি ও প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, সিএনএসের সহ-সভাপতি নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর, সংগীত কেন্দ্রের সহ-সভাপতি সাইফুল আরেফিন লেনিন, কবি জাকির আবু জাফর, সাংবাদিক হারুন ইবনে শাহাদাত প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যকার মনিরুল ইসলাম, সাহিত্য কর্মকর্তা ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সালমান রিয়াজ, শিল্পী অহিদ সালিম, ক্বারী নাসির উদ্দীন আল্ মামুন, শিল্পী আব্দুল্লাহ আল-মাহমুদ, আজহারুল ইসলাম শো’আইব, এএসএম মুয়াজ্জাম হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে শহীদ ওসমান হাদিকে নিয়ে গান পরিবেশন করেন সুর সম্রাট খ্যাত সুরকার-শিল্পী মশিউর রহমান।
নতুন প্রকাশনার মধ্যে ক্যালেন্ডারে স্থান পেয়েছে কবি মতিউর রহমান মল্লিকের বিখ্যাত গানের লাইনÑ ‘টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে’। আর দেয়ালিকায় ফুটিয়ে তোলা হয়েছে ‘অনিবার্য বিপ্লবের কবি’ আসাদ বিন হাফিজের ‘যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সয়লাব সেখানেই বিপ্লব...’ কবিতাটি।