আদাবর থানা যুব বিভাগের উদ্যোগে ১৬টি দল নিয়ে “টি-১০ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাবর থানা আমীর আল আমীন সবুজ এবং পরিচালনা করেন যুব বিভাগ পরিচালক মোঃ আবীর হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, সদস্য সচিব আব্দুল আউয়াল আযম এবং টিম সদস্য এডভোকেট আজহার মুন্সি।