স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আজ ১ মে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।