ছাত্র-জনতার বিপ্লবের আট মাস পরও জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি না পাওয়ায় সারাদেশে সকল নেতা-কর্মী ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে তিনি হতাশ নন, বিস্মিত হয়েছেন বলে জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। এর আগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ৮ মাস আগে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট আমলে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে। এ দায় সবার।
তিনি বলেন, আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে আমরা বিস্মিত ও ব্যথিত। আমরা বিস্মিত এবং ব্যথিত এ কারণে যে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে অন্যায়ভাবে আটক ছিলেন, অন্যায় বিচারে যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের প্রায় সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু আমাদের মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তা আইনজীবীরা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।