সিরাজগঞ্জ সংবাদদাতা : গত ২৩ আগস্ট ২০২৫ (শনিবার) সিরাজগঞ্জে ন্যাশনাল নার্সেস ফোরাম ( NNF ) এর উদ্যোগে Scientific Seminar on Legal & Ethical Issues of Nursing শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নার্সিং কর্মকর্তা সাজ্জাদ হোসাইন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেমিনারের সূচনা হয়। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন নার্সিং কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম।
সেমিনারে NNF-এর কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ( BNA )-এর কেন্দ্রীয় এডির প্রফেশনাল ম্যাগাজিন মো: আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিএনএ, উপজেলা ও সদর হাসপাতালের নার্স প্রতিনিধি, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা, নার্সিং কলেজ/ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নার্সিং কর্মকর্তা মো: আলমাহমুদ। তিনি নার্সদের নৈতিক ও আইনি বিধি-বিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত তুলে ধরেন। এছাড়াও ইনভাইটেড স্পিকার, গেস্ট স্পিকার ও অন্যান্য বক্তারা আলোচনায় অংশ নিয়ে বিষয়টির ওপর নিজেদের মূল্যায়ন তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ন্যাশনাল নার্সেস ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ও ঢাকার এসটিএস নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব ড. মোহাম্মদ ইউনূ স। তিনি রোগীর সেবায় নার্সদের নৈতিক মূল্যবোধকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গুণগত মানসম্পন্ন ও আধুনিক নার্সিং সেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও দেশপ্রেমিক নার্স তৈরির লক্ষ্যে ফোরামের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি নার্সিং কর্মকর্তা মো: আ: মমিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও ন্যাশনাল নার্সেস ফোরামের সাথে থাকার আহ্বান জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।