ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) গ্লোবাল অফিসের পরিচালক রাষ্ট্রদূত মিশেল জে সিসন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত সিসন পররাষ্ট্রসচিবকে আইওএম ফিল্ড এডুকেশন প্রোগ্রামের আওতায় মার্কিন কংগ্রেসনাল স্টাফ প্রতিনিধিদলের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন, যার লক্ষ্য মার্কিন নীতিনির্ধারকদের বাংলাদেশে আইওএম’র মাঠ পর্যায়ের কার্যক্রম এবং অন্যান্য সংশ্লিষ্ট উদ্যোগ সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ২০২৪ সালে রোহিঙ্গা সাড়াদানে মার্কিন সরকার একক বৃহত্তম দাতা দেশ, যা মোট তহবিলের ৬৭% পর্যন্ত অবদান রাখছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব, রাষ্ট্রদূত সিসন আইওএম প্রতিনিধিদলকে তার কার্যালয়ে স্বাগত জানান এবং আইওএম’র মাঠ পর্যায়ের শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন।
রাজধানী
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে আইওএম’র
পরিচালকের সাক্ষাৎ বাংলাদেশ এবং আইওএম’র মধ্যে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত
ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) গ্লোবাল অফিসের পরিচালক রাষ্ট্রদূত মিশেল জে সিসন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে