তথ্য কমিশন গঠন করে শিগগিরই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয় থেকে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে এ কমিশন গঠিত হবে। দুজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন হবেন নারী।
গত বছর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর গত ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আবদুল মালেককে অব্যাহতি দেওয়া হয়।
একই সঙ্গে অব্যাহিত দেওয়া হয় তথ্য কমিশনার শহীদুল আলমকেও। এরপর গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকেও তার পদ থেকে অপসারণ করা হয়। ফলে প্রায় এক বছর ধরে অকার্যকর তথ্য কমিশন।