ঢাকা প্রি-প্রেস ওনার্স এসোসিয়েশনের (সিটিপি হাউস মালিক সমিতি) কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয় হোটেল সেন্ট্রাল ইন-এ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি এবিএম বেলাল হোসেন খান ও সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা সিটিপি হাউজের ব্যবসার অগ্রগতি ও সমস্যাগুলো তুলে ধরেন। সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। সময় স্বল্পতার জন্য সমিতির অনেকের বক্তব্য দেওয়ার সুযোগ না হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সভাপতি। ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটিকে বিশেষভাবে আবুল কালামকে ধন্যবাদ জানায় ঢাকা প্রি-প্রেস এসোসিয়েশন। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান হয়। প্রেস বিজ্ঞপ্তি।