সংগ্রাম ডেস্ক : দেশের বিভিন্নস্থানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুঁতবরণ কারীদের জন্য দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তিনি বলেন, তাদের রক্তে লেখা এই ইতিহাস চিরকাল বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের আজকের দায়িত্ব হলো তাদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা। আবু সাঈদ, মুগ্ধ ও হাফেজ সিয়াম এর মত শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। আমরা এই শহীদদের কাছে চির কৃতজ্ঞ। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। তিনি জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে দেশ জাতির কল্যাণে একনিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগ নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

দোয়া অনুষ্ঠানে খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার আলমগীর, মিম মিরাজ হোসাইন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা

আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, ব্যবসায়ী থানা সেক্রেটারি আজিজুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনা জেলা প্রশাসনের দোয়া মাহফিল

খুলনা ব্যুরো : খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল মঙ্গলবার (১ জুলাই) বাদ যোহর কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।

দোয়া মাহফিলে খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট মেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. আনিসুজ্জামান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগরীর আহবায়ক আল-শাহরিয়ার, এনসিপির প্রতিনিধি আহমেদ হামীম রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় মহানগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান এর পরিচালনা দোয়া মাহফিল বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অফিস সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন, মহানগর জামায়াতের, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক মফিজুর ইসলাম পাটোয়ারী, লুৎফর রহমান খান মাসুম, মোহাম্মদ হোসাইন মহানগর ছাত্রশিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত প্রমুখ।

বরিশাল অফিস : যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের উপরে আবার জুলুমতন্ত্র চালু হবে সেটা হতে দেয়া হবে না : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের উপরে আবার জুলুমতন্ত্র চালু হবে সেটা হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। জুলাই গনঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে নগরীর সিটি কলেজের অডিটোরিয়ামে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, শামীম কবির জামায়াত নেতা সৈয়দ গোলাম গোফরান, হাফেজ জাবের হাসান, জাহাঙ্গীর কবীরসহ জামায়াত নেতৃবৃন্দ।

সাভার সংবাদদাতা: জুলাই-আগষ্ট গণ-অভূথানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরনকারীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার উদ্যোগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইনের সঞ্চালনায় ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে জুলাই-আগষ্ট গণ-অভূথানে শহীদ নাফিসের নানা ইমান আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শহীদদের পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তরের শিবির সভাপতি আবু সুফিয়ান, জেলা কর্মপরিষদ সদস্য কবিরুজ্জামান, জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব, এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, আব্দুল কুদ্দুস, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদেরসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

ফেনী শহর জামায়াতের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণ কারীদের জন্য দোয়া অনুষ্ঠান হয়।

ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। শহর সরকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাজমুল হাসান, মনির আহমদ খান, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন, হাফেজ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, ফেনীর গণহত্যার নির্দেশ দাতা ও গণহত্যায় অংশগ্রহণকারী খুনিদের অনতিবিলম্বে দেশে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলেই এদেশে সুস্ঠ ভোট হওয়া সম্ভব। তিনি হত্যাকারীদের বিচার এবং সংস্কার শেষে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি আরো বলেন,মানবতার সংগঠন জামায়াতে ইসলামী। আমরা অসহায় বিপন্ন মানুষের পাশে ছিলাম এবং থাকবো।তিনি আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার সমর্থনে গণজোয়ার সৃষ্টি করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। বাদ মাগরিব শহরের সকল মসজিদে জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে জুলাই আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৈকাল সাড়ে ৪ টার টার সময় মেহেরপুর জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর - মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা (ডলার) গাংনী পৌর আমীর আহসানুল হক, মেহেরপুর সদর উপজেলার সেক্রেটারি মোঃ জাব্বারুল ইসলাম গাংনী উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম , মেহেরপুর পৌর সেক্রেটারি আব্দুস সালাম সহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ ছিলেন। প্রধান অতিথি বলেন ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে স্বৈরাচার ফ্যাসি শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদের সকল সদস্য একযোগে দেশ ত্যাগ করা বিশ্বের ইতিহাসে বিরল যা এখনও পর্যন্ত কোন দেশে ঘটেনি। কিন্তু পালাতে বাধ্য হয়েছে এই কারণে তার অত্যাচার, আলেম-ওলামা এবং সাধারণ মানুষের চোখের পানি এবং পাপের শেষ পুরুন হওয়ার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে।

জয়পুরহাট সংবাদদাতা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য জয়পুরহাট শহর শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি চায়নিজ রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাও: আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন শহর জামায়াতের আমীর।

মৌলভীবাজারে জামায়াতের দোয়া মাহফিল

মৌলভীবাজার সংবাদদাতাঃ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার আয়োজনে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণের ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর শহরের টাউন দেওয়ানী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সেক্রেটারি ইয়ামীর আলী, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী সহ জামায়াত, শিবির ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও আগত মুসল্লিগণ। দোয়া পূর্ব আলোচনায় জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ৫ আগস্টের আগে মসজিদে নামাজ পড়তে গেলেও পুলিশি পাহারা থাকতো। সাড়ে ১৫ বছরের জুলুম থেকে মানুষ রক্তের বিনিময়ে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টাউন দেওয়ানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আকিল উদ্দিন।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আল ফার“ক একাডেমি প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান।

শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে শতাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আমীর ও নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

আলোচনায় উঠে আসে যে, বাংলার ইতিহাসে উল্লেখযোগ্য সবগুলো আন্দোলন সংগ্রামে যুবক তথা ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি। সর্বশেষ কোটা আন্দোলনের মত যৌক্তিক দাবিতে গড়ে উঠা গণ অভ্যুত্থানেও শিক্ষার্থীদের অবদান অবিস্মরণীয়। এই ঐতিহাসিক লড়াইয়ে প্রায় ২ হাজার শহীদ আর ৩০ হাজার ছাত্র জনতা পঙ্গুত্ববরণ করেছে।

যে আত্মত্যাগের বিনিময়ে প্রায় তিন যুগ ধরে জগদ্দল পাথরের মতো অবৈধভাবে ক্ষমতায় জেঁকে বসা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। দেশের সকল দল মতের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। তাই চব্বিশের বীরদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।

লালমনিরহাট সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২০২৪- গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই-বোনদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট শহর ও সদর উপজেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই জুলাই-আগষ্ট/২৪ গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই-বোনদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তাদের মাগফেরাত কামনায় দোয়া করেন।

লালমনিরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও লালমনিরহাট শহর আমীর মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে মাওলানা হাবিবুর রহমান,

জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আফিফুল্লাহ বেলাল, লালমনিরহাট-৩ (সদর) আসনের (সম্ভাব্য) সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা প্রভাষক হারুন অর রশীদ, লালমনিরহাট সদর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মাহিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা: জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে জুলাইয়ের প্রথম দিন মঙ্গলবার বাদ জোহর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভিসি তাঁর বক্তব্যে বলেন, ‘এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে প্রথমে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে বিশেষ করে আবু সাঈদকে হত্যার পর কোটা বিরোধী আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সকল শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারি ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে তোলে। আজ বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে তা যেন স্থায়ী হয় সেই বিষয়ে আপনাদের প্রতি আমার আহ্বান। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কাজের মাধ্যমে বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়বো।’

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থ্যতার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ভিসি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় নিহত, আহত ও পুঙ্গুত্ব বরণকারীদের কারীদের জন্য এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (১লা আগস্ট) বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা আমীর আমীর মাষ্টার কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ খালেক। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ আঃ বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ইসমাইল আলম আল হাসানী ও মাষ্টার মোঃ আঃ আহাদ কবিরাজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন, জামায়াতের সাবেক আমীর অধ্যাপক সিরাজ উদ্দিন, জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান রেজাউল হক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ, ইসলামী ছাত্র শিবির বাগমারা উপজেলা শাখার সাবেক সভাপতি শাহজাহান জামাল, ইসলামী ছাত্র শিবিরে সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, জামায়াত নেতা চয়েন উদ্দিন সহ স্থ ানীয় নেতৃবৃন্দ। মাহফিল শেষে ২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় শহীদ, আহত ও পুঙ্গুত্ব বরণকারীদের কারীদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

রহনপুরে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেলে রহনপুর স্টেশন বাজার ১ নম্বর রেলগেট চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল।

কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রাকিব। বক্তব্য রাখেন, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ সহ অন্যরা।

চাঁদপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২৪ এর গণঅর্ভ্যনের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শূরার সদস্য ও জেলা আমীর ফরিদগঞ্জ আসনের সম্ভব্য এমপি পদপ্রার্থী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সম্ভব্য এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা এডভোকেট মো: শাহজাহান মিয়া।

অনুষ্ঠানের চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন শহর শাখার সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শুরার সদস্য মাও: তাফাজজল হোসেন, এড: মামুন মিয়াজী, গোলাম মাওলা। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি জাফর আহমেদ।

মাদারীপুরে জুলাই বিপ্লবের শহীদ

মাদারীপুর সংবাদদাতা : বাংলাদেশ জামাযাতে ইসলামী মাদারীপুর পৌরসভার উদ্যোগে, জুলাই আগস্টে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দেয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সকালে স্থানীয় ইসলামিক একাডমীতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর টিম সদস্য। জেলার- সাবেক আমীর মাদারীপু ২ আসনের সংসদ” সদস্য প্রার্থী- মাওঃ আঃ ছোবহান খান। পৌর আমীরের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহতারাম জেলা আমীর মাওঃ মোখলেছুর রহমান, নায়েবে আমীর, পৌর নায়েবে আমীর, পৌর ও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। জেলা সেক্রেটারি মোঃ এনায়েত হোসেন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। আলোচনা শেষে জুলাই, আগষ্টের শহীদদের ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

শার্শা যশোর সংবাদদাতাঃ বেনাপোলে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত জামায়াত ইসলামের নেতা কর্মীরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো। বেনাপোল পোর্ট থানা আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো ও উপস্থিত ছিলেন - বাংলাদেশ জামায়াত ইসলামের বেনাপোল পোর্ট থানার আমীর রেজাউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার বাংলাদেশ জামায়াত ইসলামের উন্নয়ন কমিটির সভাপতি মতিয়ার রহমান, জামায়াত নেতা ইয়ানুর রহমান, মাওলানা রিয়াসাদ হোসাইন, জামায়াত নেতা মাষ্টার মাহবুবুর রহমান ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।