বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সম্মিলিতভাবে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকার যদি জাতীয়করণের দাবি মেনে নেয় তাহলে শিক্ষকদের সব দাবিই পূরণ হয়ে যাবে। তাই আগামী দিনে শিক্ষকদের দাবি হবে একটি আর সেটি হলো শিক্ষা জাতীয়করণের দাবি।
গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজির নেতৃত্বে সাক্ষাৎ করতে আসা শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম। উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া, আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারি জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, শিক্ষক নেতা অধ্যক্ষ মাইনুদ্দিন, আব্দুর রহীম সরকার, শিক্ষক নেতা শান্ত প্রমূখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের হয়তো চিন্তা চেতনা কিংবা দর্শণে মত পার্থক্য থাকতে পারে কিন্তু শিক্ষকদের দাবি আদায়ে এক সবসময় এক এবং অভিন্ন হয়ে রাজপথে ভূমিকা রাখবো। আগামী দিনে শিক্ষকদের যেকোনো দাবি আদায়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে ভমিকা রাখারও বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সামনে শিক্ষার্থীদের বার্ষিক এবং নির্বাচনী পরীক্ষা আসন্ন। এই সময়ে শিক্ষকদের থাকার কথা ক্লাসরুমে। কিন্তু এখন দেখা যাচ্ছে দাবি আদায়ে শিক্ষকদের স্কুল বন্ধ রেখে রাজপথে থাকতে হচ্ছে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য শুভ কোনো লক্ষণ নয়। সরকারকে এ বিষয়ে উদার মন নিয়ে শিক্ষকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্যও তিনি আহ্বান জানান।