বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আপনারা যাকে খুশি তাকে নির্বাচিত করুন। তবে এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান।
গতকাল শুক্রবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে জামালপুর-১ গ্যাসকূপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
বাপেক্স ১৪০ কোটি টাকা ব্যয়ে জামালপুরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। মাদারগঞ্জের তারতাপাড়া এ গ্যাসকূপে ১০ দশমিক তিন বিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছে বাপেক্স, এতে ৭ দশমিক দুই বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সচিব, যা ১১শ’ কোটি টাকার এলএনজির ব্যবহারের সমান হবে।
এ সময় উপদেষ্টা ফাওজুল কবির গ্যাস সংকটের সমস্যা স্বীকার করে বলেন, আপনারা জানেন গ্যাস সংকটে শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে, তাই বাপেক্স গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। অনেকেই বলে থাকেন বাপেক্স দুর্বল, তারা কাজ করতে পারে না। বাপেক্সের কাজ করে তাদের যোগ্যতা দেখানোর সুযোগ তৈরি হয়েছে। ‘এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান’।