জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। রায়ের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল নেতা-কর্মীকে নসীহত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে কথা বলেন তিনি। পোস্টে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান লিখেন, মহান আল্লাহর পক্ষ থেকে এই রায় হক্বের ঝলক এবং মহান আল্লাহর বিশেষ নিয়ামত। উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। তিনি লেখেন, মহান আল্লাহর শানে আসুন মাথানত করি। তার পবিত্রতা ঘোষণা করি, তার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তা'য়ালার তাকবীর ধ্বনি উচ্চারণ করি।
সকল সহকর্মীর প্রতি এটিই একমাত্র অনুরোধ।