মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : তিতাসে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। যৌথবাহিনি সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল ২০২৫ তারিখে ১১টায় যৌথ বাহিনী কর্তৃক কুমিল্লার তিতাস থানা শাহপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একাধিক মামলার আসামী, ডাকাতি ও চাঁদাবাজ কুমিল্লার তিতাস থানার শাহপুর গ্রামের মোনতাজ ব্যাপারী ছেলে মোঃ রিপন মিয়া (৪৮) ব্যক্তিকে তার নিজ বাড়ি হতে আটক করা হয়। তার কাছ থেকে ১ টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়।