রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৩৩ জন। তাদের মধ্যে ৩ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছেন।
তাদের মধ্যে ৩ জন আইসিইউতে, ৮ জন সিভিয়ার ক্যাটাগরিতে ও ১৯ জন কেবিনে চিকিৎসাধীন। বাকিরা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গতকাল থেকে এ পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি জানান, এদিন কাউকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের ছুটি দেওয়া হচ্ছে তারা পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তী সময়ে অপারেশনও লাগতে পারে।
এদিকে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে সাম্প্রতিক মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে গভীর মানসিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় তাদের মানসিক আঘাত কমাতে “বিশেষ কাউন্সেলিং সেবা” চালু করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ বুলবুল এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান , এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলররা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। একইসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও করা হয়েছে চিকিৎসা ক্যাম্প। শাহ বুলবুল জানান, কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের সহায়তা করতে কলেজ কর্তৃপক্ষ এই বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। কলেজ ভবনের নির্ধারিত স্থানে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী দুর্ঘটনার পর থেকে আতঙ্ক, ঘুমের সমস্যা বা মানসিক চাপ অনুভব করছেন, তারা সরাসরি এই সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ বিমান বাহিনী কলেজ প্রাঙ্গণে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। কাউন্সেলিং ও চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিকভাবেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান,পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাস আগামী ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারা ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরতে প্রস্তুত হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ক্লাস শুরুর সিদ্ধান্ত নিতে পারবো। মানসিক সেবায় হটলাইন-বিশেষ আউটডোর চালু: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর হতাহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক আঘাত প্রশমনে জরুরি ভিত্তিতে মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। উদ্বেগ, আতঙ্ক ও ট্রমার মধ্য দিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের জন্য চালু করা হয়েছে হটলাইন, বিশেষ ‘আউটডোর সাইকিয়াট্রিক সেল’ এবং হাসপাতালের অন্তর্বিভাগে সংরক্ষিত বেড। মঙ্গলবার ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্তদের সহায়তায় দ্রুত গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। চালু হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটডোর সেবা এবং মাঠপর্যায়ে আউটরিচ কার্যক্রম। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহায়তায় তিন শিফটে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো ব্যক্তি সরাসরি পরামর্শ নিতে পারেন।
হটলাইন নম্বরগুলো হচ্ছে: সকাল ১০টা থেকে দুপুর ২টা: ০১৮৩৫১৫৪৩৪১/ ০১৮৩৫১৫৫৫২১। দুপুর ২টা-বিকাল ৬টা: ০১৮৩৫১৫৩২৬২ / ০১৮৩৫১৫৪৩৪০। বিকাল ৬টা-রাত ১০টা: ০১৮৩৫১৫৩০০৫ / ০১৮৩৫১৫৬২৬২। এছাড়া, ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সরাসরি যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সেখানে ভর্তি হয়ে মানসিক চিকিৎসা নিচ্ছেন। ইনস্টিটিউটের পরিচালক জানান, দুর্ঘটনার পর অনেক শিশুর মধ্যেই ঘুমের সমস্যা, আতঙ্ক, দুঃস্বপ্ন, স্কুলে যেতে অনীহা এবং হতাশার লক্ষণ দেখা দিয়েছে। তাই তাদের পাশে দাঁড়াতে অবিলম্বে জাতীয় পর্যায়ে এই সেবা কাঠামো চালু করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত এবং দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।