চট্টগ্রামে নতুন করে একদিনে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। চলতি বছরে করোনা সংক্রমণ পুনরায় শুরু হওয়ার পর এই প্রথম একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হলো।

গতকাল রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর চারটি বেসরকারি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। বাকি দু’জনের একজন পটিয়া উপজেলার এবং অপরজন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

সরকারি হিসেবে এ নিয়ে চট্টগ্রামে এ বছর করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে। এর মধ্যে ১৫ জনই নগরবাসী।