ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ‘ছাত্রজনতার’ ব্যানারে হাজারো লোকের উপস্থিত দেখা গেছে। এ বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে গতকাল শুক্রবার উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।
অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।
মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন, যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম-খুন করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার।
যাত্রাবাড়ি ও উত্তরা মুখোশ পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল
রাজধানী ঢাকায় ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় গতকাল শুক্রবার মিছিল করে তারা। এছাড়া যাত্রাবাড়ি এলাকায় ২টি স্থানে আওয়ামীলীগের ঝটিকা মিছিল বের করেছে মুখোশ পরা কয়েকজন নেতাকর্মী। মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ হারুন-আর-রশিদ মুন্না।মিছিলের বিষয়টি সামনে এনেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে দুটি ভিডিও ফুটেজ পোস্ট করেন।যার একটিতে মুন্নার নেতৃত্বে মিছিল হতে দেখা যায়। আর অন্যটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।তবে এসব মিছিল কখন হয়েছে সেটি উল্লেখ্য করেননি জাকির।
এরআগেও গত মঙ্গলবার সকালে মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছিল।ওই মিছিলটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে পোস্ট করেছিলেন।এরআগে গত ৬ এপ্রিল গুলিস্তান এলাকায় একটি ঝটিকা মিছিল হয়েছিল। ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।তবে মুরাদকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।