পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বুধবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ প্রচার, জ্বালানি সহযোগিতা, অভিবাসন, ভিসা সহজীকরণ, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সহায়তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্র সচিব ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থানান্তরের জন্য অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে অস্ট্রেলিয়ান প্রশিক্ষক প্রেরণের মাধ্যমে বাংলাদেশী যুবকদের দক্ষতা উন্নয়ন এবং ভাষা প্রশিক্ষণে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা (টিএএফই) এর মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন।

পররাষ্ট্রসচিব অস্ট্রেলিয়ান পণ্যের জন্য বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদার কথা জানান। তিনি বাংলাদেশী শিক্ষার্থীদের আরও বৃত্তি প্রদান এবং বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় নিয়মিত অভিবাসন চালু রাখতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অবৈধ অভিবাসন মোকাবিলায় এসওপি স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে বর্ধিত সহযোগিতা গড়ে তোলার জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতির কথা জানান। বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সম্পৃক্ততার জন্য অস্ট্রেলিয়ার আগ্রহের কথা জানান।