ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে বিরত রাখতে এবং রাষ্ট্রের সুনাগরিক ও মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে রোভার স্কাউট অগ্রণী ভূামকা পালন করছে। তিনি বলেন, রোভার স্কাউট একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার মূল উদ্দেশ্যই হলো সেবা।

গতকাল সামবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা জেলার মাদরাসাসমূহে রোভার স্কাউট দল গঠন করার প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার উপস্থিত অধ্যক্ষগণের প্রতি তরুণ প্রজন্মের জীবনবোধ, দায়িত্ববোধ, লিডারশীপ ও ব্যক্তিমূল্যবোধ বাড়াতে প্রতিটি মাদরাসায় একটি করে রোভার স্কাউট ইউনিট গঠন করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল এর সম্পাদক ও পরিচালক (মাধ্যমিক) মাউশি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কামিল (¯œাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর (কলা অনুষদের) ডিন প্রফেসর এ এইচ এম এ সালেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইআবির কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, ইআবি রোভার স্কাউট কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আশফাক আক্তার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো: রুমী কিসলু ও সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমানসহ ঢাকা জেলার ফাজিল কামিল মাদরাসার অধ্যক্ষ ও রোভার স্কাউট দলের সদস্যগণ। প্রেসবিজ্ঞপ্তি।

দুদক কর্মকর্তা সেজে প্রতারণায় গ্রেফতার পাঁচজন ২ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা সেজে ‘প্রতারণা ও চাঁদাবাজির’ অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান গতকাল সোমবার শুনানি নিয়ে তাদের রিমান্ডের আদেশ দেন। ওই পাঁচজন হলেন- সেলিম, মো. তরিকুল ইসলাম, মো. আতিক, মো. আবদুল হাই সোহাগ ও মো. সোহাগ পাটোয়ারী।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মো. মাসুদ রানা তাদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে পরে আদেশ দেন বিচারক। রমনা মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই এ তথ্য দিয়েছেন। দুদকের চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রোববার রমনা মডেল থানায় একটি মামলা হয়। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এ মামলা করেন। এরপর রোববাররই রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে পরে সোহাগ পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ক্যামেরা, বুম, সেলফি স্টিক, পাসপোর্ট, পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের আইডি কার্ড ও ভিজিটিং কার্ড, চেকবই ও মোবাইল জব্দ করা হয়।