পঞ্চগড় সংবাদদাতা : কথায় নয় আমরা কাজ করে দেখাতে চাই বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি গতকাল সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জের বিজয় চত্বরে পথসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে বিগত ৫৩, ৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি অনেক ধরনের সরকার প্রধান দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত প্যারা ডেট থেকে দুই হাজার প্রাণ কেড়ে নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছে। তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অবস্থা এসেছে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কাজ শুরু করেছি।
আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাব। এতদিন ধরে বাংলাদেশে যে বিভিন্ন সিস্টেমগুলো দেখেছি, বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো দেখেছি আমরা এগুলোর বিরুদ্ধে আমাদের জায়গা থেকে সবসময় প্রতিবাদ জারি রাখবো এবং যেখানে এগুলো দেখবো সেখানে আমরা প্রতিহত করব। আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমরা কেমন লোক, আমরা কাজ করে দেখাতে চাই। সেই কাজের সুযোগটি আমরা আপনাদের কাছে চাই।
আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে পৌঁছে যাব, আমরা বিশ্বাস করি, আগামী বাংলাদেশে যে যে নতুন বাংলাদেশ আছে। এখানে দলের নাম দেখে কিংবা কোন মার্কা দেখে কেউ আর ভোট দিবেন না। কোন লোকটা কেমন কে কেমন কাজ করছে। কার কথা কথার সাথে কাজে মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামী বাংলাদেশের মানুষ বিভিন্ন মার্কায় ভোট দিবে।
সারাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত এই পঞ্চগড় জেলাকে সবাইকে নিয়ে সাজাতে চাই। এসময় জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।