ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বৈঠক করে জনকল্যাণে ৯ দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।

গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক বৈঠকে লিখিত দাবি জানান তিনি। এসব দাবির মধ্যে রয়েছে- রাস্তা-ঘাট, ফুটপাত ও ফুটওভার ব্রিজ নির্মাণের কাজগুলো দ্রুত শেষ করা। সকল ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো চলমান করা, নিরাপত্তার সঙ্গে জনগণের চলাচলের উপযোগী করা। এলাকার ডেনেজ লাইন পরিস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে ভাষানটেক ও বালুঘাট এলাকার ডোবাগুলো পরিস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত বাইপাস সড়ক দ্রুত যাতায়াত উপযোগী করতে হবে। আসন্ন কোরবানিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোরবানিতে পরিকল্পিতভাবে পশুর হাট বসানো এবং যানজট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোরবানির পরে দ্রুততর বা অতি কম সময়ের মধ্যে আবর্জনা অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নের কাজ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার উপদ্রব নিয়ন্ত্রণে সময়মত-নিয়মিতভাবে ওষুধ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যানজটমুক্ত এলাকা গড়তে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।

নতুন ভোটার তৈরি ও ভোটার স্থান পরিবর্তনের কাজ সম্পন্ন করার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধি ও সম্প্রীতির ঢাকা-১৭ গড়তে উপরের দাবিগুলো বাস্তবায়নে যেকোনো ধরনের সহযোগিতার জন্য সিটি করপোরেশনের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি কাজ করে যাবে বলেও জানিয়েছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।