দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুকে ডা. শফিকুর রহমান লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

এ বিষয়ে ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

একইসঙ্গে তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন- এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফিরলেন তারেক রহমান। রাজধানীর পূর্বাঞ্চলে তিনশ ফিটে তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান, তার স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে অবতরণের পর বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান এবং হাতে এক মুঠো মাটি নেন। এরপর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান-সম্বলিত লাল রঙের একটি বাসে করে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে রওনা হন তিনি।