মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছেন। শুধু আপনাদের কাছে আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়, হাসি মুখে দায়িত্ব পালন করুন, সেটাই চায়। গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় সাব্বির ফয়েজ বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছেন। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও যেমন হতে হবে; বিচার যে হচ্ছে, সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছাতে হবে।
মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটবৃন্দকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তথাপি সাম্প্রতিক সময়ে আদালতে হাজিরা দিয়ে যাওয়ার পথে একজন ব্যক্তিকে আদালত প্রাঙ্গণের অদূরেই গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। তিনি বলেন, আদালতে আসা-যাওয়ার পথে বিচারপ্রার্থী জনগণ, বিচারক ও আইনজীবীবৃন্দ যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তবে ন্যায় বিচার প্রশাসন পরিচালনা ব্যাহত হবে।
জুলাই আন্দোলনে গুলি করে হত্যার মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আহ্বান জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে ১৭৩-এ ধারাটি যুক্ত করার একটি ভালো উদ্দেশ্য রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই ধারাটির কিছু অপব্যবহার হচ্ছে। সেই বিষয়ে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ভিকটিমদের জখমী সনদ প্রদানের ক্ষেত্রে এবং ডাক্তার সাক্ষীদের আদালতে উপস্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।