অবৈধ ও আনফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করার লক্ষ্যে এনইআইআর পদ্ধতির চালু হলেও আগামী ৩ মাসের মধ্যে কোনো মোবাইল ফোন বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল শুক্রবার দুপুরে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেন, ‘এনইআইআর চালুর পরেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি কেউ প্যানিকড হবেন না।’

এনআইডিতে অধিক সংখ্যক ফোন সচল দেখানোর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডাটা সেট পাওয়া গেছে। অপারেটররা পুরোনো ও ঐতিহাসিক ডাটা (হিস্টোরিক ডাটা) সহ সবকিছুই সিস্টেমে আপলোড করেছে। কিন্তু মাইগ্রেশনের তারিখটা বর্তমানের দেখানোর ফলে অনেকের এনআইডিতে সচল হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটররা যৌথভাবে এটি নিয়ে কাজ করছে। ধীরে ধীরে ঐতিহাসিক ডাটাগুলো আর্কাইভে সরিয়ে শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখানো হবে। এই প্রক্রিয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন।

এনইআইআর সংক্রান্ত ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শুরুর দিকে টেকনিক্যাল প্ল্যাটফর্মে এ ধরনের বেশ কিছু জটিল ইস্যু দেখা দেবে, আমরা এসব সমাধান করব।’ তিনি আরও জানান, আগে থেকেই বিদ্যমান এই সিস্টেমে কিছু নতুন ফিচার যুক্ত করে সচল করা হয়েছে এবং পুনরায় ‘ভিএপিটি’ করার নির্দেশনা দেয়া হয়েছে।