দীর্ঘদিন জালিমের আয়নাঘরে বন্দী থাকা ব্রিগেডিয়ার আজমী বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুক্তি যোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছেন কিন্তু জুলাই যোদ্ধারা প্রশিক্ষণ ছাড়াই লড়াই করেছেন। তিনি আরো বলেন ৭১ এর যোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয় খেতাব দিতে হবে। বক্তব্যে তিনি সাইমুমের উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরণের আয়োজন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

528764735_1315174790166602_3669607279812397181_n

গতকাল রোববার সকাল ১১টায় প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে ৩য় দিনের মতো আয়োজন শুরু হয় এবং বিকেল ৫.৩০ টায় শুরু হয় শেষ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত কালচারাল ফেস্ট “জুলাই জাগরণ” গত তিনদিন ধরে চলছে। অনুষ্ঠানের শুরুতে যথারীতি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আজ সোমবার পর্যন্ত সাইমুমের এই মহাআয়োজন চলবে। আগামীকালের অতিথি হিসেবে বিভিন্ন পর্যায় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এবং সেই সাথে এই ঐতিহাসিক আয়োজনের সমাপ্ত ঘটবে।

গতকাল রোববারের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীর্ঘদিন ধরে আয়নাঘরে বন্দী থাকা ব্রিগেডিয়ার জেনারেল আবঃ আব্দুল্লাহ আমান আজমী, ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান, অনলাইনে যুক্ত হন জনপ্রিয় এক্টিভিস্ট ড. পিনাকী ভট্টাচার্য, আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়কারী রাফে সালমান রিফাত এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোঃ নুরুল হক, জুলাই অভ্যূত্থানে চোখ হারানো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফ আরেফীন রাহাত, সাইমুমের উপদেষ্টা সাদিক কায়েম, শহীদের পরিবার প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে সাইমুমের উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধরণের আয়োজন দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অতিথিদের মধ্যে ব্যারিস্টার আরমান তার পিতার কথা স্মরণ করে বলেন, ৫ আগস্ট বিপ্লব সূচনা হয়েছে মাত্র, নতুন বাংলাদেশ বিনির্মাণের আগ পর্যন্ত বিপ্লব চলবে।

বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ত ড. পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে সাইমুমের এই আয়োজনে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নতুন ন্যারেটিভ তৈরি করতে সাংস্কৃতিকভাবে সাইমুমকে এগিয়ে আসতে হবে। গতকাল রোববার পরিবেশনায় ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ সেইসাথে ছিল শহীদ ও জুলাই আহতদের নিয়ে একক পরিবেশনা। তুরাগ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চ নাটক মঞ্চস্থ করা হয় এবং রহমান মুস্তাফিজ পাভেল নির্মিত “লাঠি” চলচ্চিত্র প্রিমিয়ার শো করা হয়। তৃতীয় দিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহসান হাবীব খান। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন “জুলাই জাগরণ” এর পরিচালক এইচ এম আবু মুসা, ব্যবস্থাপনায় ছিলেন সাইমুমের পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।