রংপুর–৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান শনিবার ঢাকায় বসবাসকারী কাউনিয়া ও পীরগাছা উপজেলার নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২২ নভেম্বর) রাতে মিরপুর-১২ এর দ্যা গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।

তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক ইঞ্জি. মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা এটিএম আজম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী কর্ণেল আব্দুল বাতেন (অব.), কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জি. কাজী আবিদ হাসান সিদ্দিক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম যাকারিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকার ও পীরগাছা উপজেলা আমীর মো: বজলুর রশিদ মুকুল।

কাউনিয়া উপজেলা শিবির সভাপতি মোক্তারুল ইসলাম ও ঢাকাউস এর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মিলনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কাউনিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম, সেক্রেটারি এ্যাড. ফজলুর রহমান ফারুক, ঢাকাস্থ কাউনিয়া উপজেলা সমিতির সভাপতি এ্যাড. মোঃ বাবর আলী, পীরগাছা সোসাইটির সভাপতি ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন, ঢাবির শেখ মুজিবুর রহমান হল সংসদের সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফি প্রমূখ।

সভায় আগামী নির্বাচনে রংপুর-৪ আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে উপস্থিত সবাই গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের মধ্যমনি এটিএম আজম খান জুলাইয়ের চেতনায় দেশ গড়তে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।