গতকাল শনিবার পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন মিলনায়তনে হাইব্রিড পদ্ধতিতে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল মানিকগঞ্জ, ঝিনাইদহ, ফরিদপুর এবং ময়মনসিংহ লিমিটেড এর যথাক্রমে ২০তম, ২০তম, ১৭ তম ও ১৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানী সেক্রেটারি (ভারপ্রাপ্ত) জনাব আফসার আলী শাহের পরিচালনায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল মানিকগঞ্জ ও ফরিদপুর লিঃ এর সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশিদ ওহাব এবং ঝিনাইদহ ও ময়মনসিংহ লিঃ এর সাধারণ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুস সালাম এফসিএ এফসিএস। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী বাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাসপাতাল দুটির পরিচালক মোহামদ আব্দুল জলিল, পরিচালক মোঃ মাসুদ রহমান, অনলাইনে অংশগ্রহণ করেন হাসপাতালের পরিচালক ও আইবিবিএল পিএসসি’র ম্যানেজিং ডিরেক্টর মুনিরুল মওলা, হাসপাতালগুলোর স্থানীয় পরিচালকবৃন্দ। এ সময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও কমিউনিটি হাসপাতালসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।