বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫০ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হবে। গতকাল সোমবার সাভারের আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো ভোটকেন্দ্র নির্ধারণ করেনি, কারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পুরো বাহিনীর পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া চলছে, যেখানে তরুণ সদস্য নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহাপরিচালক বলেন, আগে বাহিনীতে তরুণ সদস্যের খুব বেশি ছিল না। গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সি প্রায় দেড় থেকে ২ লাখ তরুণকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১০০ জন নারী-পুরুষ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপপরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন এবং সাভার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান।