আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত।
ইতোমধ্যে সমাবেশ সফল ও ব্যাপক লোক সমাগমের জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে। গত ২৯ মে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম স্বাক্ষরিত আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, ২১ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
সোহরাওয়ার্দীতে গণসমাবেশের প্রস্তুতি সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দৈনিক সংগ্রামকে জানান, আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা গণসমাবেশ করব। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়টি জানিয়ে ডিএমপির কাছে চিঠি দেওয়া হয়েছে।