বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার জঙ্গি হামলার ঘটনাগুলো ‘নাটক’ ছিল বলে দাবি করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক তার বইয়ে এ তথ্য লিখেছেন।
গতকাল বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামীপক্ষের আইনজীবীদের জেরায় এ মন্তব্য করেন মাহমুদুর রহমান। এদিন জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।
জেরায় এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা নিজেই সাংবাদিক সম্মেলনে বলেছেন আমি ভারতকে যা দিয়েছি, অন্য কেউ তা দিতে পারবে না। এই বক্তব্যে মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, শেখ হাসিনা ভারতের নির্দেশে এবং ভারতের স্বার্থে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করেছেন। এমন কী তার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের সর্ম্পক হলো স্বামী-স্ত্রীর সর্ম্পক। এ ধরনের বক্তব্য নরমাল কূটনৈতিক সর্ম্পকের মধ্যে পড়ে না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহাজবাড়ী ঘটনা জঙ্গী নাটক ছিল। এ বিষয়ে সাবেক আইজিটি শহিদুল হক তার বইতে উল্লেখ করেছেন। পরবর্তীতে আরেকটি জঙ্গী নাটকের বিষয়ে শেখ হাসিনা বলেছিলেন, এ জঙ্গী নাটক ৩২ নাম্বারের এত কাছে না করলেও পারতো।
এর আগে প্রথম দিনের সাক্ষ্যে মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট শাসক’ হয়ে ওঠেন এবং বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল নেন।
দ্বিতীয় দিনের সাক্ষ্যে আমার দেশ সম্পাদক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন হিটলারকে নিয়ে বলা হয়েছিল ‘নেভার এগেইন’, তেমনি এ বিচারের মাধ্যমে বাংলাদেশেও যেন ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি না ঘটে।
মাহমুদুর রহমান আরও বলেন, ন্যায়বিচার হলে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হবে।