রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস পোস্টটি শেয়ার করেছে। পোস্টে টমি ব্রুস লিখেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ডব্লিউএফপির মাধ্যমে এই খাদ্য ও পুষ্টি সহায়তা দশ লাখেরও বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করবে। আমাদের আন্তর্জাতিক অংশীদারদের এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তার মাধ্যমে বোঝা ভাগ করে নেওয়ার জন্য এগিয়ে আসা গুরুত্বপূর্ণ। সিনহুয়া জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন তার ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার অংশ হিসেবে বিদেশি সহায়তায় ব্যাপক কাটছাঁট এবং ফেডারেল ব্যয় ব্যাপকভাবে হ্রাস এবং মার্কিন সরকারের কিছু অংশ ভেঙে ফেলার বিস্তৃত প্রচেষ্টার মধ্যেই এই অনুদান দেওয়া হলো।
রাজধানী
রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের
রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে।
Printed Edition
