এ বছরের সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে বেলজিয়ামের ভিসা আবেদন বন্ধ আছে। এ সময়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল অফিসে গিয়ে আবেদন করতে হত বাংলাদেশিদের। তবে সেই ঝামেলা এবার মিটতে যাচ্ছে, সুখবর শুনিয়েছে বেলজিয়াম।

দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে দিল্লি নয়, ঢাকাতেই ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। ১৬ নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। বেলজিয়ামের দূতাবাস জানিয়েছে, বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ঢাকার বনানীর বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। বেলজিয়াম দূতাবাস ভিসা প্রত্যাশীদের আগে থেকে অ্যাপনমেন্ট নিয়ে নেওয়ার কথা বলেছে।