ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে প্রায় সাড়ে ৮ হাজার লোককে অবৈধ নিয়োগ, আর্থিক ও ব্যাংকের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদসহ অবৈধ নিয়োগকৃতদের বহিষ্কার দাবিতে সারা দেশে সচেতন গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমাদের অফিস, ব্যুরো ও সংবাদদাতারা এ খবর জানান।
রাজশাহী ব্যুরো : ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে রাজশাহীর বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। এতে ইসলামী ব্যাংকে নিয়োগকৃত এস. আলম গ্রুপের অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করার দাবি করা হয়। গোদাগাড়ী সংবাদদাতা জানান, গতকাল সোমবার সকালে গোদাগাড়ীতে স্থানীয় জনগণ ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে মানববন্ধন করেন। এতে বক্তারা দাবি করে বলেন, ২০১৭-২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাংকে লোক নিয়োগ দেয়। ব্যাংকটি যাতে কোনো ক্রমেই ক্ষতিগ্রস্থ না হয় সে দাবি জানান মানববন্ধনে আসা ব্যবসায়ী ও সুশিল সমাজের লোকেরা। পতিত স্বৈরাচারের ঘনিষ্ট সহচর এস. আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অসৎ, অদক্ষ ও ব্যাংক লুটের সহযোগী কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্ত ও বিচারের ব্যবস্থা নেয়ার দাবি করেন।
বাঘা সংবাদদাতা জানান, ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল ও যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবিতে রাজশাহীর বাঘায় গতকাল সকালে মানববন্ধন করা হয়। বাঘা জিরো পয়েন্ট ইসলামী ব্যাংকের ষামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাঘা শাখার বিনিয়োগ গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম, বিনিয়োগ গ্রাহক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, একাউন্ট হোল্ডার শাহাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী, জাহাঙ্গীর হোসেন, বাঘা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জিব্রাইল, আব্দুল খালেক, আমিনুল ইসলাম, ব্যবসায়ী রুবেল আলীসহ ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রাহক ও একাউন্ট হোল্ডারগণ উপস্থিতি ছিলেন।
খুলনা ব্যুরো : বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম খুলনার উদ্যোগে ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে দেশব্যাপী মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় খুলনা মহানগরীর ডাকবাংলা চত্বরে এ কর্মসূচি অনু্ঠতি হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম খুলনার আহবায়ক সরকারি বিএল কলেজ এর সাবেক ভিপি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম সভাপতিত্বে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী মনজুর কাদের পাটোয়ারী মঞ্জু, গাজী শরিফুল ইসলাম অহিদ, মো. নাসির উদ্দিন, মো. মোজাহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়া বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ খুলনার আহবায়ক এহসানুল মাহবুব সাকির সভাপতিত্বে বক্তৃতা করেন মো. শিবলুর রহমান, মাহিদুল ইসলাম পান্না, মো. ইব্রাহিম খলিল, মো. মোকাররম, মো. হোসাইন শেখ, মো. তৈয়েবুর রহমান, মো. রিয়াজ হোসেন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক ডাকাত খ্যাত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে; অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ; এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ ও সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের পদক্ষেপ এবং যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। অন্যথায় খুলনার গ্রাহকরা ইসলামী ব্যাংকের শাখা ঘেরাও করে অবৈধ কর্মকর্তা-কর্মচারীদেরকে ধরে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন। তারা আরো জানান যে, লুটেরা এস আলম মুক্ত ব্যাংক বিনির্মাণে ব্যাংক কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্তে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম সর্বদা পাশে থাকবেন বলে ঘোষণা দেন।
এদিকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ফুলতলার যৌথ উদ্যোগে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে ছাঁটাই করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সোমবার সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফুলতলা শাখার সামনের রফিক সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ফোরামের সভাপতি আলী আকবর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মো. শাহজাহান মোল্যা, আব্দুর রহিম খাঁন, তাবিব হাসান, মো. ইয়ামিন গাজী, মো. রিফাদ গাজী, শাওন বিশ্বাস প্রমুখ।
সিলেট ব্যুরো : ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশি ফোরাম। গতকাল সোমবার সিলেটে বিভিন্ন শাখার সামনে তারা মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা এস আলমের অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান। এ সময় এস আলম গ্রুপ কর্তৃক পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আলম, ইমরান আহমদ, সাংবাদিক কবির আহমদ, এডভোকেট আব্দুল হাফিজ, অধ্যাপক মো. নূরুর রহমান, ছাত্রনেতা তোফায়েল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ উদ্দিন, এহসানুল হক তাহের, এস এম মুসা, হাবিবুর রহমান, সুমন আহমদ চৌধুরী, সেলিম আহমদ, আব্দুস সোবহান, মো. রুহুল আমীন, দুলাল হোসেন, সাদিক আহমদ, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, আব্দুল কাদির, আবুল খায়ের, মনোয়ার হোসেন, রাকিব হাসান শান্ত, সাজ্জাদা হোসেন, হুমায়ূন আহমদ, এমরান আহমদ, সাদিক আহমদ, বাখলুল মিঠু, দীপক রায়, খলিলুর রহমান, আব্দুল আহাদ ও জাকির আহমদ প্রমুখ।
ইসলামী ব্যাংক সিলেট শাখা, লালদিঘীরপার, আম্বরখানা, জিন্দাবাজার, দক্ষিণ সুরমা, শাহপরাণ শাখাসহ সিলেট জেলার বিভিন্ন শাখার সামনে এসব দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার, গাজীপুর : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধ নিয়োগ, আর্থিক অনিয়ম ও ব্যাংকের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদসহ অবৈধ নিয়োগকৃতদের বহিষ্কারের দাবিতে গাজীপুরে সচেতন গ্রাহকদের উদ্যোগে ধারাবাহিক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা ও ইসলামী ব্যাংকের গাজীপুর সদর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজ, গাজীপুর মহানগরের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা। মানববন্ধনে হাফেজ মো. শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন গ্রাহক এএসএম সেলিম, স্থানীয় ধলাদিয়া কলেজের প্রভাষক হযরত আলী, স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাহরিয়ার হোসেন, শরিফ হোসেন, সচেতন গ্রাহক সমাজের নেতা মো. ছাদেকুজ্জামান খান, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, ফয়সাল ইসলাম, সুমন শরীফ, মোশারফ হোসেন ভূঁইয়া, সাবেক ব্যাংকার মনির হোসেন খন্দকার, ফেরদৌস আহমেদ, উতবাতুল ফজিল ও নজরুল ইসলাম প্রমুখ।
কুমিল্লা অফিস : ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ । মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিল্লার রামঘটলা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনগুলো।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহব্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, গ্রাহক ফোরামের সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান।
রংপুর অফিস : ইসলামী ব্যংাক লুটেরা ও আর্থিক খাতের মাফিয়া এস আলম গ্রুপের নিয়োগ করা অবৈধ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ অবিলম্বে বাতিল এবং চাকুৃরী প্রার্থীদের মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে গতকাল সোমবার সকালে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের নিয়োগ করা সকল অবৈধ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।
ইসলামী ব্যংাক গ্রাহক ফোরাম এবং বৈষম্য বিরোধি চাকুরী প্রত্যশী পরিষদ এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের আয়োজন করে। গতকাল সোমবার সকালে রংপুর নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানী মোড় এলাকায় অবস্থিত ইসলামী ব্যংাক বাংলাদেশ রংপুর শাখার সম্মুখে এবং স্বাস্থ্য সেবার প্রাণকেন্দ্র নগরীর ধাপ এলাকায় অবস্থিত ইসলামী ব্যংাক বাংলাদেশ ধাপ শাখার সম্মুখে পৃথক এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যংাক বাংলাদেশ রংপুর শাখার সম্মুখে বিক্ষোভ এবং মানববন্ধন চলাকালীন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যংাকের বিশিষ্ট গ্রাহক ও শিক্ষাবিদ জিল্লুর রহমান মুন্সী, বিশিষ্ট গ্রাহক হোসাইন আহমেদ বাবুল, মোহাম্মদ আনোয়ার আলী, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ রেজাউল করিম, চাকুরী প্রত্যাশী মোহাম্মদ মানসুরুল হাসান, মোহাম্মদ সামসুল ইসলাম প্রমুখ।
এছাড়া ইসলামী ব্যংাক বাংলাদেশ ধাপ শাখার সম্মুখে বিক্ষোভ এবং মানববন্ধন চলাকালীন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যংাকের বিশিষ্ট গ্রাহক মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ আজাদী, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহিল হাফিজ প্রমুখ।
পঞ্চগড় সংবাদদাতা : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও পঞ্চগড় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় ইসলামী ব্যাংকের গ্রাহক মো. লিটন, আতিকুর রহমান, মাওলানা ইদ্রীস আলী, চাকরিপ্রত্যাশী সোহেল রানা, সমন্বয়ক ফজলে রাব্বীসহ চাকরিপ্রত্যাশী ও গ্রাহকরা।
ঝিনাইদহ সংবাদদাতা জানান, ঝিনাইদহে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার সামনে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা। এতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক আল মাহমুদ, হাদি মোহাম্মদ, জিয়াউল ইসলাম খান, কাজী রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কুদ্দুস, আব্দুস সবুরসহ অনেকে।
গাইবান্ধা সংবাদদাতা : ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও গাইবান্ধা জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে গতকাল সোমবার (৬ অক্টোবর) সকালে গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক মো. হুমায়ুন ফারহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু সাঈদ, মিজানুর রহমান, আব্দুল বাসেদ মন্ডল, নিরব ইসলাম প্রমুখ। এছাড়াও সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, নরসিংদী, ফেনী, সাতক্ষীরা, রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।