ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল রোববার রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে কাফরুল পশ্চিম থানা আয়োজিত গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরার সদস্য মোঃ আতিকুল ইসলাম রায়হান ও মতিউর রহমান প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর নয় বরং তা আমাদেরকে অপশাসন, দুঃশাসন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য উপহার দিয়েছে। একথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, মানুষের তৈরি জীবনদর্শন মানবজীবনের কোন সমস্যার সমাধান করা যায় না। বস্তুত, আল্লাহর দেয়া বিধানই শাশ^ত ও সর্বজনীন জীবনবিধান। মানবজীবনে এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামে দেওয়া হয়নি। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। মূলত মানুষের সার্বিক মুক্তির জন্য তাক্বওয়াভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। মূলত, জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আর্তমানবতার সার্বিক কল্যাণ। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, জামায়াত দেশকে ইসলামী কল্যাণে পরিণত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক বাংলাদেশে পরিণত করতে দেশ ও জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একই সাথে আমরা রাষ্ট্রের সকল ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে দেশকে বৈষম্যমুক্ত করতে চাই। জুলাই বিপ্লবের স্লোগানও ছিল ‘আমরা ন্যায়বিচার’ চাই। আর ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রায় ২ হাজার ছাত্র-জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্তি করছে। তাই জুলাই বিপ্লবীদের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ক্যান্টনমেন্ট থানায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান। শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় সেলাই মেশিন ও কর্মসংস্থানের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। থানা সভাপতি মোঃ নাজিবুর রহমানের সভাপতিত্বে ও থানা সহ-সভাপতি মোঃ ইলিয়াস মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম, থানার সাবেক সভাপতি আব্দুর রহমান, থানার অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মো. মাহাবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেসবিজ্ঞপ্তি।