সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এতে ৭ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। গতকাল শনিবার সন্ধ্যা হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীনের প্রতিনিধি দলের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোমিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকায় চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং।

জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের উন্নয়নে চীনের অবদানের কথা উল্লেখ করে বিএনপি আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। চীনের প্রতিনিধিগণও ভবিষ্যতের সার্বিক কর্মকা-ে অতীতের ন্যায় অংশ নিবেন বলে আশ^স্ত করেছেন।