ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নাহিদ হাসান পাপেল নামের একজন। আর রাব্বি ওরফে ‘কবুতর’ রাব্বি এবং মেহেদী হাসান নামের দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ গতকাল মঙ্গলবার তিন আসামিকে আদালতে হাজির করে পাপেলের জবানবন্দি রেকর্ড এবং রাব্বি ও মেহেদীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা আসামি পাপেলের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ দুই আসামি রাব্বি এবং মেহেদীর পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। শাহবাগ থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর জিন্নাত আলী এসব তথ্য নিশ্চিত করেন।

এ মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাব্বিকে মুন্সীগঞ্জের টংগীবাড়ি থানাধীন সুভচনী এলাকা, মেহেদীকে চাঁনখারপুর এবং পাপেলকে পুরান ঢাকার নাজিরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগে সোমবার এ মামলায় রিপন নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওইদিন সোহাগ, হৃদয় ইসলাম ও রবিন নামের তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ১৩ মে দিবাগত রাতে ঢাকার গ্রিনরোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিককে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরের দিন ১৪ মে তাদের কারাগার পাঠানো হয়। ১৭ মে তাদের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ২৩ মে তাদের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ১৩ মে রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ডিএমপি কমিশনারের ব্রিফিং : সাম্য হত্যাকা-ের রহস্য জানাতে সংবাদ সম্মেলন ডাকলেও ঘটনার ‘মোটিভ’ জানাতে পারেননি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। কী কারণে হত্যাকা- ঘটেছে জানতে চাইলে গতকাল মঙ্গলবার বিকালের সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার প্রথমে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বিস্তারিত বলার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে নাসিরুল ইসলাম প্রাথমিক তদন্তে এটিকে ‘তাৎক্ষণিক’ ঘটে যাওয়া হত্যাকা- বলেন এবং আসামিরা রিমান্ডে আছে জানিয়ে নেপথ্যের কারণ জানার ‘চেষ্টা করবেন’ বলে জানান। কিন্তু রহস্য উদঘাটনের যে দাবি করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, মামলা তো ডিটেক্ট হয়ে গেছে। এ সময় তিনি ডিবির হাতে রাব্বি ওরফে ‘কবুতর’ রাব্বি, মেহেদী হাসান, নাহিদ হাসান পাপেল, সোহাগ, হৃদয় ইসলাম, রবিন, সুজন সরকার ও রিপন নামে আটজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ঘটনাটি ‘গুরুত্বের’ সঙ্গে নিয়ে পুলিশের নানা তৎপরতার কথা তুলে ধরেন।

‘ মোটিভের’ বিষয়ে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসার একটা চক্রের ‘ নেতা’ মেহেদীর গ্রুপকে দায় দেন। মেহেদী গ্রেপ্তার আছে এবং তার তথ্যে মাজার এলাকা থেকে হত্যায় ব্যবহৃত ‘সুইচগিয়ার’ উদ্ধার হয় জানিয়ে তিনি বলেন, “ঘটনার দিন একটি মোটরসাইকেলে করে সাম্য ও তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে যান। মেহেদীর গ্রুপের একজন রাব্বী, যার হাতে একটা ট্রেজার গান (যেটিতে ইলেক্ট্রিক শক দেওয়া হয়) ছিল। সেটা কী, তা জানতে চান সাম্য। জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে অন্য যারা আছে, তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভেতরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একটা পর্যায়ে হত্যাকা-টা ঘটে। এই হত্যাকা-ে ‘এখন পর্যন্ত’ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাম্যকে ছুরিকাঘাত করেন ওই গ্রুপের রাব্বী নামে একজন বলে জানান তিনি।

সাম্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আপাতত যতটুকু পেয়েছি, তাতে সাম্য ও তার দুই সহপাঠী খাবারের জন্য যায়। খাবারের জন্য গেলে এটা তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনা। যখন ট্রেজার গানটা শো করে, শো করলে তাদের সন্দেহ হলে জানতে চায় বিষয়টা কী? জিনিসটা কী দেখার জন্য এবং তার কাছ থেকে এটা নেওয়ার জন্য যখন চ্যালেঞ্জ করে, তার কাছে যায়, তখন তাৎক্ষণিক তারা ঘটনাটা ঘটায়। ডিবির এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক ঘটে যাওয়া একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হত্যাকা-, আপাতত আমাদের তদন্তে এ পর্যায় পর্যন্ত আছে। এর নেপথ্যে আরও কোনো ঘটনা আছে কিনা, অন্যকোনো বিষয় আছে কিনা, সেটা নিবিড়ভাবে দেখা হচ্ছে।

ঘটনার ‘মূল আসামি’ মেহেদী রিমান্ডে আছে জানিয়ে তিনি বলেন, রিমান্ডে আসার পর মূল মোটিভটা কী ছিল, তার কাছ থেকে আমরা বের করার চেষ্টা করব। নেপথ্যে অন্য ঘটনা আছে কিনা, সেটার বিষয়ে আমাদের নিবিড়ভাবে তদন্ত চলছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে, যেখানে যে ধরনের কানেকশন আছে, সমস্ত কানেকশন খুঁজে দেখব, ফাইনালি নেপথ্যে অন্যকোনো কারণ আছে কিনা। তবে ঘটনাটি ‘পূর্ব পরিকল্পিত’ বলে মনে করছেন সাম্যর বড় ভাই সরদার আমিনুল ইসলাম। কিন্তু হত্যাকা-ের ‘কারণ’ না জানতে পেরে হতাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমরা আশাবাদী ছিলাম, কিন্তু পুলিশের কর্মকা-ে হতাশ। কী কারণে মারল, মোটিভটা কী?

সোহরাওয়ার্দী উদ্যানের মাদক কারবার প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে নাসিরুল ইসলাম সেখানে তিনটি গ্রুপের কথা তুলে ধরে বলেন, আমরা তদন্ত করতে গিয়ে যেটা দেখেছি, সোহরাওয়ার্দী উদ্যান, ওদের কথিত ভাষায় যেটা ‘গ্রিপ’ বলে; তিনটা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হল তিন নেতার মাজারের এখানে, আরেকটা মাঝখানে, আরেকটা ছবির হাটে। তিনটা গ্রিপের তিনটা গ্রুপ সেখানে দায়িত্বে আছে। তারা মাদকব্যবসা করে, এটা আমাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। একটা গ্রিপের দায়িত্বে মেহেদী। গ্রেপ্তার সবাই তার গ্রিপের। আরও দুই গ্রুপ, তারা তাদের কার্যক্রম চালায় আমরা জানি। গ্রিপগুলার নাম ‘তদন্তের স্বার্থে’ না বললেও তাদেরকে আইনের আওতায় এনে সোহরাওয়ার্দী উদ্যানকে ‘মাদকমুক্ত’ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত বলেন, বিশ্বব্যাপী যেখানে মাদক ব্যবসা বা মাদকের ইউজার, সেখানে অস্ত্র থাকে। আপনি আমেরিকার কথা বলেন, কলম্বিয়ার কথা বলেন, সারা পৃথিবীতে মাদকের ব্যবসা আছে। মাদকসেবীও আছে, মাদক ব্যবসায়ীও আছে। যেখানে মাদক ওইখানে অস্ত্র আছে।

ঢাকা শহরে সম্প্রতি কয়েকটি খুন ও ছিনতাইয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপি কমিশনার বলেন, অধিকাংশ হত্যাকা- আমরা ডিটেক্ট করি। ফলে ক্রাইম সিচ্যুয়েশন, অপরাধের যে চিত্র সেটা প্রমাণ করে যে, অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

বাড্ডায় বিএনপি নেতার খুনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে দয়া করে সময় দেন। একটা ঘটনা ঘটলেই আমরা বলে ফেলব, এরকম কোনো জাদুমন্ত্র আমাদের নাই।