আল জাজিরা, এএফপি : চলতি বছর পবিত্র হজ্বের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী ৪ জুন। সৌদি আরবের পর্যবেক্ষণকেন্দ্রগুলো পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের দেওয়া এ-সংক্রান্ত এক বিবৃতি দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদী প্রেস এজেন্সিতে প্রকাশ করা হয়।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ্ববিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি হজ¦যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পবিত্র হজ্ব ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যেকোনো মুসলমানের জীবনে অন্তত একবার হজ¦ পালন করা ফরজ। প্রতিবছর জিলহজ¦ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজে¦র মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয়। এই সময়ের মধ্যে হজ¦যাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। চার দিনের মধ্যে দ্বিতীয় দিন লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হন ও নামায আদায় করেন। এ পবিত্র ময়দানেই সেই পাহাড় অবস্থিত, যেখান থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। পবিত্র হজ্ব ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম যেকোনো মুসলমানের জীবনে অন্তত একবার হজ্ব পালন করা ফরজ। হজ্বযাত্রীদের আরেক কাক্সিক্ষত গন্তব্য পবিত্র মদিনা নগরী। সেখানে রয়েছে মহানবী (সা.)-এর পবিত্র রওজা মোবারক। মদিনা সফর হজ্বের আনুষ্ঠানিকতার অংশ না হলেও, প্রত্যেক মুসলমানের আত্মার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে নবীজির রওজা মোবারক জিয়ারত করার বিষয়টি। সৌদি আরবের কর্তৃপক্ষ বলেছে, এ বছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে ৫ জুন। আর দেশটিতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে পরদিন, ৬ জুন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ্ব পালনে অংশ নিয়েছিলেন। তবে ওই বছর হজ¦ পালনকালে সৌদি আরবে তাপমাত্রা বেড়ে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গরমের কারণে ও অন্যান্য অসুস্থতায় ওই বছর ১ হাজার ৩০০-এর বেশি হজ্বযাত্রী মারা যান।